HSTU ভর্তি পরীক্ষার জন্য কোন Question Bank সেরা?

যেকোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেয়ার পূর্বশর্তই হলো প্রশ্নব্যাংক সমাধান করা। তবে প্রশ্নব্যাংক সমাধান করলেই যে চান্স হবে এমনটা নয়। প্রশ্নব্যাংক থেকে ধারণা নিতে হয় কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, এরপর সেই টপিক নির্বাচন করে সেগুলোর উপর জোর দিয়ে প্রস্তুতি নিতে হয়। তবেই সেই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব। HSTU ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্যও এই কথাগুলোই প্রযোজ্য। আজকে আমরা জানবো, HSTU Question Bank & Suggestion হিসেবে কোন বই সেরা।
HSTU ভর্তি পরীক্ষার জন্য কনসেপ্ট ভিত্তিক একমাত্র সাজেশন ও প্রশ্নব্যাংক হলো ‘দীপশিখা’। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দ্বারা এই বই ২০১৬ সাল থেকে প্রকাশিত হয়ে থাকে।


কেন দীপশিখা বই সেরা?
- বিগত সালের প্রশ্নের ১০০% ব্যাখ্যা, এমন কোন প্রশ্ন খুঁজে পাওয়া যাবেনা যার ব্যাখ্যা দেয়া নেই।
- যেসব টপিক থেকে প্রশ্ন আসে সেগুলো আলাদা ভাবে চিহ্নিত করে সেই টপিক এর উপর সাজেশন।
- প্রতিটি টপিক এর উপর বিগত সালের প্রশ্ন এনালাইসিস।
- সাজেশন এর শেষে সেই টপিক থেকে বিগত সালে যেসব প্রশ্ন এসেছে তা দেয়া।
- প্রতিটি টপিক এর জন্য অনলাইন মডেল টেস্ট ও প্রাক্টিস এর ব্যাবস্থা। হাজারো শিক্ষার্থীর মাঝে নিজেকে যাচাই করা।
- বইয়ের শুরুতে রয়েছে চান্স পাওয়ার টেকনিক।
- বইটি মাত্র ১ মাসে কিভাবে শেষ করবে তার এক্সক্লুসিভ রুটিন।
- বই এর শুরুতে বিগত সালের প্রশ্ন এনালাইসিস।
যেকোনো বই নেয়ার আগে একবার হলেও লাইব্রেরিতে গিয়ে দীপশিখা – HSTU Question Bank বইটা হাতে নিবে। তবেই পার্থক্য বুঝতে পারবেন। বইটি অনলাইনে অর্ডার করতে –
সরাসরি কল করে অর্ডার করতে – ০১৩৩১৯০১৮৭৮